সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার (ভূমি) তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এবার লালমনিহাট থানায় অভিযোগ দেওয়া হয়েছে।বুধবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তাহ্হিয়াতুল হাবীব মৃদুল অভিযোগটি করেন বলে জানান সদর থানার ওসি আব্দুল কাদের।তিনি বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগে বলা হয়, তাপসী তাবাসসুম উর্মি ফেইসবুক পেইজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ বলে আখ্যা দেওয়ার পাশাপাশি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কটূক্তি ও অন্তর্বর্তী সরকারকে হুমকি দিয়েছেন। যা মানহানিকর ও রাষ্ট্রদ্রোহিতার সামিল।
এ বিষয়ে তাহহিয়াতুল হাবিব মৃদুল বলেন, “আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছি। দ্রুত তাপসী তাবাসসুম উর্মিকে স্থায়ীভাবে চাকরিচ্যুত এবং গ্রেপ্তার করতে হবে।”
লালমনিরহাটের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি একটি অভিযোগ দিয়েছে। অভিযোগটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।
অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার সমালোচনা করে ফেইসবুকে পোস্ট দিয়ে আলোচিত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে ওএসডির পর সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহ মামলাও হয়েছে।
লালমনিরহাটের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট শনিবার তার ফেইসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের এক বক্তব্যের উদাহরণ তুলে ধরে বলেন, “কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।”