রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বেলন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ ও তাদের দোসরদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার জোরালো দাবী জানিয়েছে। আর দাবি আদায় না হলে সচিবালয়ের অভিমুখ লংমার্চ করার হুসিয়ারিও দিয়েছে। ছাত্র অধিকার পরিষদের সভাপতি বলেন, ফ্যাসিবাদের ধূসররা প্রশাসনে ঝাপটি মেরে বসে আছে। তাদেরকে নিয়েই সরকার পরিচালনা হচ্ছে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না সে সিদ্ধান্ত নেবে আহত ও নিহতদের পরিবার ও সজনরা। সংগঠনটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ তাদের দোসর সকল অঙ্গ সংগঠন গুলোকে নিষিদ্ধ করা সহ ৪টি দাবি জানিয়েছে। এসব দাবি আদায়ে দেশের সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মহানগর, জেলা উপজেলায় ৬ ফেব্রুয়ারি বিক্ষোভ কর্মসূচি এবং ১০ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় ছাত্র অধিকার পরিষদ।
প্রতিবেদক:রাসেল